খেলাঘরে খেলাচলে আসা যওয়ার মাঝে,
বেঁচে থাকে অনাদিকাল নিত্য কাজে।
নতুবা ভক্তের মাঝে
কেউ ভৎসনা পায়
আবার কেউ গীত পায়।
খেলাঘরে ভক্তরা মনে রাখে তার অবদান
পবিত্র শিশুর মতো তাঁর প্রতি হৃদয়ের টান।
ভালোবাসার মাঝে ভালোবাসে
কি যেন এক আপন আবেশে!
ভক্তের মাঝে তৈরী হয় মনমূর্তি
দিগ্বিদিক ছোটে তাঁর কাজের দ্যুতি।
খেলাঘরে সবই হয় খেলার ছলে,
কেউ বেঁচে থাকে, কেউ যায় তলিয়ে।
সবাইকে যেতে হবে খেলাঘর ছেড়ে,
থেকে যাবে ভালোবাসা কর্ম ভক্তের মাঝে
নিত্য কাজে।