বড় দুঃসময়ে জন্ম আমার
ভীষণ অন্ধকারে ঢাকা চারিধার,
সমাজে আজ ভাঙ্গন ধরেছে
স্রোতস্বিনী নদীতে জেগেছে চর।
আমাদের ক্ষয়িষ্ণু সমাজ জীবনে
হতাশার মিছিল আসে প্রতিদিনে।
সমাজ আজ বিমর্ষ অন্ধকারে নিমজ্জিত।
আমাদের শ্রেণি বৈষম্যের এই সমাজে
মাদক আর নেশার ঘোরে
বিবর্ণ অসামাজিক কাজে।
বিষবাষ্পে সমাজাচ্ছন্ন নৈতিকতার অধঃপতন,
উচ্চবৃত্তের চাপে ক্ষয়িষ্ণু মধ্যবিত্তের মন।
মৃত্যুর মিছিল দেখ ঐ রাজপথে
সমাজ চলছে দুর্নীতির রথে।
অন্ধকার বৃত্ত তেকে পারিনি বের হতে,
আটকা পড়েছি আমরা অন্ধগলিপথে।
প্রেম সৌন্ধর্য ভেঙ্গে খানখান হয়,
স্বপ্ন তখন দুঃস্বপ্নে আটকে যায়।
অন্ধকার দুঃস্বপ্ন থেকে বের হতে পারিনি!
নীতিহীন মন মানষিকতার
পরিবর্তন করতে পারিনি।
ভাঙ্গতে হবে অন্ধকার বৃত্ত, কে ভাঙ্গবে তা?
বিশুদ্ধ দেশপ্রেমই পারে ভাঙ্গতে এ সমাজব্যবস্থা।