কে যেন ডাকে দূরে!
অলস উদাস বাঁশির সুরে।
তপ্ত বালুর মরুতায়
আঁখি দু’টি ছোটে মরীচিকার ছলনায়।
মরুর বাঁশি ঘিরে
দূরে দূরে পথে পথে একলা ঘোরে,
চলে সীমানার মায়বী পুরিতে
অঞ্জলির নেশাতে।
ডাকে দূরে অপরূপ ঝঙ্কারে
উদাসী বাঁশির সুরে,
সবুজ ঘাসের গালিচায় বসে
কে যেন ডাকে দূরে! আপন সুরে।
পাহাড়ী ঝর্ণার নিঝুম মায়াবী শব্দে
রাতের গভীরে সমুদ্রের নোনা গর্জনে,
কে যেন ডাকে দূরে! মায়াবী সুরে।
হিয়া দোলে, তারই কোলে , আঁখি তুলে।
বারবার ফিরে তাকায়,আসে ফিরে
দু’চোখের জানালায়।
(১০ডিসেম্বর২০০৯)