মৌবনের মাতাল হাওয়ায় দোলে যৌবন
মন মোহিনীর বাড়ন্ত শরীরে,
কৌশর পেরিয়ে শরতের কাশবনে।
ফলবর্তী ধানগাছ যৌবনে মাতাল
শান্ত হাওয়ায় দোলে দীঘির শৈবাল।
দোয়েল শালিক ফিঙ্গে উড়ে চলে কাশবনে
ক্লান্ত পথিক একাকীত্ব ভাঙ্গে গানে ,
ভয়ে-ভীতে সাহস যোগাতে।
জলাধারের পাশে কাশবনে ভোরের প্রাণ
শরতের সুবাসিত মাটির ঘ্রাণ
বিচিত্র নগ্ন হাওয়ায় দোলে কাশবন।
পাটক্ষেত, আধো ডোবা ধানক্ষেত মহুয়ার বন
কলমি ফুল নীলাভ রঙে দোলে সবুজ তটে
শরৎ শোভিত নীলাকশে শুভ্র মেঘ ছোটে।
মনহরিণী কাশবনে হাওয়ায় দোলে কাশফুল।
(২১ সেপ্টম্বর ২০১২)