সময়ের কাজ সময়ে করো চির উদ্দ্যমে,
      বিফলতা শেষে সফলতা পাবে পূর্ণদমে।
ছোটকে ঘৃণা করো না অবজ্ঞাভরে,
হয়ত সে একদিন মহাপুরুষ হবে এ সংসারে।
আজ ক্ষণিকের তরে ক্ষুদ্র এ সংসারে,
                       সাথি করে নাও স্নেহভরে।
আপন করে টেনে নাও কোলে,
দেখবে শান্তি বেধেছে বাসা, সব দুঃখ ফেলে।
যদি টেনে নেও সব ভুলে বুকে,
ভুল-ভ্রান্তি ,দ্বিধা-দ্বন্দ্ব, সংঘাত সব যাবে চুকে।
কর্তব্য অবহেলা তোমাকে ছুড়ে ফেলবে,
                পরিশ্রমই তোমাকে টেনে তুলবে।
আপন কাজে মন দাও,
      সংসারের লোক লজ্জার ভয়! ভুলে যাও।
         বৃথা কেঁদো না ওদের কথায়।
দেখবে তুমি বিশ্বকে করেছ আলো,
             সুনাম ছড়িয়ে সবাই বলবে ভালো।
  নিন্দুক হবে চুপ
               তোমার নামে জ্বালবে ধুপ।
ভক্তরা ভীড় করবে চরণতলে,
                               দলে দলে।
তুমি হবে জ্যোর্তিময় উজ্জ্বল,
       তোমার মৃত্যুতে ধরণি ফেলবে আঁখিজল।
তোমার আলোতে আলোকিত হবে ধরণি,
       তুমিই হবে মহামানব, সকলের নয়নমণি।
                                           (৩১মে২০০৯)