ভুলভ্রান্তি সব যাক চুকে,
শান্তি আসুক এ বুকে।
দ্বিধা-দ্বন্দ্ব! সন্দেহ, ভয়, ভ্রান্তি
সবার বুকেতে আসুক শান্তি।
রবির আলোতে আলোকিত করে,
সাথি করে নেও সবাইকে স্নেহভরে।
সবাই যেন থাকে ভালো,
আঁখিতে বয়ে যাক আলো।
বৃথা অশ্রু জলে,
সব কিছু যাবে বিফলে।
লজ্জা-ভয়ে থাকলে বসে,
পস্তাবে অবশেষে।
শ্রমদিয়ে উন্নতি করো,
বিশ্বকে আলোকিত করো।
জেগে জেগে ঘুমাও না আর ,
বহুরূপি কঠিন বিচিত্র এ সংসার।
বুক ভরা আশা, পরিশ্রমই যার পেশা,
প্রজ্ঞ আর প্রতিজ্ঞা তোমায় দিবে দিশা।
অশ্রু মুছে, ভুলে যাও সব পিছুটান,
কথা কম, কাজই দিবে তব প্রতিদান।
দেখবে তখন তোমার তরে,
কতো ভালোবাসা পিছুঘোরে।
সকলের হবে নয়নমণি,
জগৎ সংসারে তুমি হবে সবার মধ্যমণি।