বৃত্তের কেন্দ্র থেকে দূরে ঘুরে ঘুরে
দূর দিগন্তে;
ঘুরছে প্রেম। মরুর বুকেতে!
নিদারুণ শঙ্কায় বিস্তর দূরে
বৃত্তের (পৃথিবী) পরিধি পথে ঘোরে
কেন্দ্র থেকে দূরে।
বনের আঁধারে মায়াভূমির নীলাচলে
প্রিয়তমার চোখের জলে,
কেন্দ্রের স্বপ্নগুলো ভাসে।
প্রাণভূমির অদূরে
কেন্দ্র থেকে দূরে।