এই অমাতে কোন কূলেতে ভিড়ালে তুমি তরি!
দুর্দিনের এই কাণ্ডারি।
ভাটির টানে যেন, তরি না যায় চলে,
সহসা নবিক উ’ঠল দুলে।
সম্মুখে ঐ চোরা বালুচর
তিমির রাতে উড়ে গেছে ঝড়ে বাতিঘর
ছুটে চলে যাত্রীরা ঊষার আলোর পথে,
কাণ্ডারি ! তরি তোমার থামাও, বলে এক সাথে।
স্বদেশ দেবতাকে মাথায লয়ে নাচিছে তরুণ-তরুণী;
পথহারা এই অন্ধজাতির মুছে দিবে কে গ্লানি।
তিমির রাতে হালধরো কাণ্ডারি!
নবীন প্রভাতে ভিড়েছে আজ জয়ের তরি।
জেগেছে নিশন, কেটেছে আজ দুর্দিন
প্রভাতে ভীড়েছে তরি। কাণ্ডারি আজ এসেছে সুদিন।
তোমাদের পতাকা তোমাদের হাতে, উচ্চ করো শীর।
নবীন মাঝি হালধরো আজ, তোমরাই মহাবীর।
মাতৃভূমির তরে ঝাণ্ডা উড়াও, পাবে তার প্রতিদান,
কালে কালে র’বে তোমাদের নাম ধরণিতে প্রবাহমান।