গাঢ় নৈঃশব্দ ছাড়া আর কিছুই না!
এক মুহুর্তের মধ্যে কোথায় যেন তলিয়ে যায়;
কান পেতে সেই শব্দ শুনি।
সময়ের অভিশাপ গুলো জগদ্দল পাথরের মতো,
রাতের পর রাত নিঃসঙ্গ!
পাপগুলো চেয়ে থাকে নরকের দ্বারে।
কোথায যেন গুম গুম শব্দ!
কান পেতে রই অস্থিরতায়।
জানালার বাইরে বাতাসে কাঁন্নার শব্দ,
ফুলের গন্ধ নেই
চোখে ঘুমও নেই।
রাতের বিষাদগুলো নিঃসৃত হয়
নিঃসঙ্গতার হলুদ বিবর্তনে,
আমি শুধু কান পেতে রই।
(০১ এপ্রিল ২০১১)