কল্পলোকে ডুবে ডুবে
প্রেম যমুনার উপাখ্যানে
আধো আধো নেশার বুকে
আত্মবিলাপ স্মৃতিবানে।
মোহন বাঁশির লুপ্তসুরে,
সুর তোলে সে ঘুরে ঘুরে।
সুপ্ত আবেশ কালান্তরে
স্বপ্ন আঁকে স্মরণকালের।
ঢেউ তোলে সে সুপ্ত বুকে
শুক্লপক্ষের বাকে বাকে।
শিশির ভেজা চপল পায়ে
ছলাৎ ছলাৎ প্রেমের ঢেউয়ে
দেহের বুকে বান ডেকে যায়
কালবৈশাখীর তপ্ত খরায়।
কালান্তরের কল্পলোকে
স্বপ্ন আঁকে উষ্ণ রাতে।
নীরব আকুতির দৃষ্টি বিনিময়
বসে আছি দু’জনে বিচিত্র ছায়ায়,
কল্পলোকে নৈঃশব্দের উচ্ছ্বাস
রত্ন দ্বীপে প্রেম যমুনার বাস
মেঘের কোলে প্রাসাদ চুড়ায়
কল্পলোকের প্রেম যমুনায়।