কাঁদো! কাঁদো বাঙালি!! কাঁদো বাংলাদেশী!!!
বৃটিশ বিরোধী থেকে স্বাধীনতায় কেঁদেছো বেশি।
প্রাণ ভরে কাঁদো। শাসনে-শোষণে অনন্ত ক্রন্দনে,
আমরা শোষিত; তোমাদের শোষণ, সেই ক্রন্দনে।
কাঁদো! বাঙালি কাঁদো !! নিঃসঙ্গ মানুষের মতো!!!
ক্ষধিরাম থেকে বঙ্গবন্ধু, কাঁদো হতভাগ্য বাঙালি।
দুর্নীতির কাছে হাতজোড় করে কাঁদো,
স্বজনপ্রীতির কাছে মিনতি করে কাঁদো।
তোমরা তো কাঁদবেই! কেননা তোমাদের বিবেক মরে গেছে;
তোমাদের সেই মুক্তির মন্ত্র আজ কোথায়? সবাই ভুলে গেছে।
কোথায় তোমাদের বঙ্গবন্ধুর হুঙ্কার, নির্দেশ?
তিতুমীর, শরীয়াতুল্লাহ, সালামের আদর্শ।
দুর্নীতি আর স্বজনপ্রীতির কােছ হাতজোড় করে কাঁদো!
তোমাদের ক্রন্দন পৃথিবী জুড়ে শুনুক, তোমরা কাঁদো!
কোথাও তোমাদের নেই শক্তি সাহস, কাঁদো বেশি।
কাঁদো! বাঙালি কাঁদো!! কাঁদো বাংলাদেশী।
আমাদের নেতা-নেত্রীর সহকর্মীরা আজ সহজে,
আখের গোছাতে ব্যস্ত নীতিহীন দুর্নীতি কাজে।
স্বজনপ্রীতিতে অদক্ষ লোকের ছড়াছড়ি,
আমলাতন্ত্রের অযথা বাড়াবাড়ি, ঘুসের ছড়াছড়ি।
তাই কাঁদো! কাঁদো বাঙালি!! কাঁদো বাংলাদেশী!!!
কাজ-কর্ম ছেড়ে কাঁদো বেশি বেশি।