বাংলার মানুষের মনে আজ
হতাশা আর ব্যর্থতার বসবাস।
নেই! আমার কিছু নেই! হাহাকার ধবনি;
দূর করো মনের কালিমা আর কূটনামি।
কাজের পরিবর্তে আছে ফাঁকি, দুর্নীতি
সেই সাথে দলবাজি আর স্বজনপ্রীতি।
দেখ! দেখ! আমার কিছু নেই! সব ওর
ও সাধু নয়! ও যে বড় চোর।
নিজে করবে না;
অন্যকে করতে দিবে না কাজ
এ বদঅভ্যাস দূর করতে হবে আজ।
দেখ ভাই নকল, প্রশ্নপত্র ফাঁস, নৈতিক অবক্ষয়
টাকার বিনিময়ে অহরহ হয়।
কাজ বাদে আরাম আয়েসে ফাঁকিবাজ,
সমালোচনায় দক্ষ অথবা চাপাবাজ।
আমরা সাধু সাজতে চাই, কিন্তু সাধু হই না।
কোন সুয়োগ আসলে কাজে লাগাই না।
দেখ ভাই! আমাদের এটা সোনার দেশ,
এখানে ধন ভাণ্ডারের নেই শেষ।
আমরা পারি সবুজ শ্যমল দেশে সোনা ফলাতে
মেধা , মনন, শ্রম আর কাজের সততা দিয়ে।