জয়জয়ন্তির স্পর্শে



আমার হৃদয় ধমনীতে স্পর্শকরে সবুজ কাব্যকনিকা
               সমগ্র বাঙালির চেতনার আকাশে,
বৈষম্যের মাঝে ঐক্য, শান্তির সেতু বন্ধনে।
বসন্ত-বৈশাখের নব - নবীনের উৎসবে,
       ভাষাবৃক্ষের অস্তিত্ব অনুভবে
                   আমার হৃদয় ধমনিতে।
ফাগুনের স্পর্শে স্বপ্ন দেখি মোহমুগ্ধ ভাষা মানব
ভালোবাসার ঘ্রাণে হেঁটে চলি জয়জয়ন্তির স্পর্শে।
বুকের ভিতর বাংলাদেশ নামক আলোক বীজ;
শহীদ মিনারে, স্মৃতিসৌধ্যে কিংবা বাঙালির মণিকুঠরে।
আমার হৃদয় সমুদ্রে নীল যমুনার অশ্রুর ফোঁটা,
প্রেম কিংবা বিরহ নয়! স্পর্শ করে মানব মন্দিরের ছোঁয়া।
      প্রাপ্তি-অপ্রাপ্তির অভিমানে চলি
               ভাষার বিষবৃক্ষকে উপড়ে ফেলি,
                       বজ্রহুঙ্কারে দ্রোহ কিংবা প্রতিবাদে।
আমার হৃদয় ধমনিতে সৌরভ ভরা বিজয়ের পতাকা,
দূরন্ত বাতাসে উড়া কিশোরির এলোমেলো চুল
খর স্রোতা নদীর মায়াবী টানে, দূরন্ত উচ্ছ্বাসে,
                     জয়জয়ন্তির স্পর্শে।
আমার হৃদয় ধমনীতে স্পর্শকরে রাতে ভেজা নক্ষত্র,
নীল আসমান আর ফসলি জমির মিলন দিগন্তে,
রূপালী নদীর মায়াবী ঢেউ-এ!
       শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ্যে
                          জয়জয়ন্তির স্পর্শে।
(২৪ ফেব্রুয়ারি ২০০৮)