দিনযাপনে কত জল ধ্বনি ছবি আঁকে!
কে কতোটা তার হিসেব রাখে?
সব কিছুতেই ছন্নছাড়া ভাব
তবু যাপিত জীবনে তারই অভাব।
মাটি বাতাসে আর শরীরে
কাঁটাবন কাশবন জল ধ্বনির তীরে
দিন যাপনে পেরিয়ে তারই কাছাকাছি,
মন বন্ধুকে নিয়ে আছি।
(২৬ অক্টোবর ২০১০)