থাকবে কি থাকবে না! তা জানি না।
আমাদের ঋতুচক্র,
বদলে যাওয়া আবহওয়া পরিবর্তনে।
আকাশে ভাসে না মেঘ, খরায় পোড়ে দেশ;
শ্রাবণের এই বৃষ্টি শূন্য শস্যক্ষেত;
অনিয়মের মধ্যে চলছে গ্রহের নিয়ম
আবহাওয়া, জলবায়ু আর ঋতুচক্রের অনিয়ম।
ভাদ্রে নেই তালপাকা গরম, মেঘাচ্ছন্ন অন্ধকার
শস্যক্ষেতে অসংখ্যা পোকার আক্রমণ
আবহাওয়া বৈরী! জলবায়ুর কি হবে?
অসময়ে অশনিসংকেত, বৈরী আবহাওয়া!
নিয়ম নীতি নেই, অসময়ে সাগরে বিপদসংকেত!
আমাদের ঋতুচক্র, আমাদের জলবায়ু
আমাদের অপকর্মই কমিয়ে দিচ্ছে আয়ু।
পরিবেশবিদেরা বলছে তলিয়ে যাবে সাগর তীরবর্তী দেশ
ঊষ্ণতায় বরফ গলে,বদলে যাওয়া আবহাওয়ায়।
বর্ষা মৌসুমে বৃষ্টি হয় না, তলিয়ে যায় উজান ঢলে;
শীতে পড়ে না শীত, ঢেকে দেয় কুয়াশার জালে।
আর কি বলব, গ্রীষ্মের কথা! সে তো বৈরী!
প্রতি বছরই তাপমাত্রা থাকে উর্ধ্বগতি।
আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু
সময় মানে না। অসময়ে দেখি ঋতু পরিবর্তন।
(২০ জুলাই ২০১০)