মধ্যরাতে যৌবনের গলিপথে চলি
সিদ্ধান্তহীন উপেক্ষিত যুগ-যুগান্তরে
নির্লিপ্ত অবোধ আহ্লাদে।
গ্রহ-উপগ্রহ পাহাড় উপত্যাকা প্রান্তরে
উম্মাতাল সাগরে মউ মউ বসন্ত ফাগুনে
তবুও চলি মধ্যরাতে যৌবনের গলিপথে।
মৃত্যুর প্রথম ক্রোধে
নেমে আসে তুষার ঝড়ের স্তব্ধতা
বহুদেরী পূর্ণিমার
ঘুমহীন বিছানায় নিরিবিলি থাকি
সন্ধ্যা মাধবীর ঘ্রাণেসিক্ত রক্তকোষ
ধুয়াটে ধীবর মুছে যায় মুহূর্তে !
সংকটে ঝঞ্জায় জীবন বিপন্ন করে
ছুটে চলি মধ্যরাতে যৌবনের গলিপথে।
মহাশূন্যের নীল আহবানে চলি
গ্রহান্তরের পুনর্জীবিত প্রেমিক সন্ধানে
সম্পর্কের বিনদ্রি মিলন সংঘাতে
আমন্ত্রণলিপি পড়ি নিঃশব্দে! কুহক রৌদ্রে!!
স্বপ্নভেজা অলৌকিক অক্ষরে
স্নেহ-সম্পদ হৃদয় সংকটে
আজও আসেনি সবুজ সমারোহের হরিৎ পত্র বনে
তাই, ছুটে চলি মধ্যরাতে যৌবনের গলিপথে।