তাকিয়ে থেকেছি জলভরা চোখে
                   দেখেছি অনড় নয়নে,
ভেবেছি ভাবনার অলি গলি দিয়ে;
                           দীর্ঘশ্বাস ছেড়ে
কখন আসবে সোনালী পাখি!
               কিন্তু না! নিয়তির পরিহাস
সেই একই নিয়মে
               স্মৃতির অনলে পুড়িয়ে
আছে বাংলায় শব্দহীন ঘুমে।
                  দেখেছি জলভরা চোখে ।






(২৬ ডিসেম্বর ২০০৯)