সময়কে লালন করেছি
অজানার সন্ধানে, জানার মধ্যে!
বারবার যন্ত্রণায় মরি
জীবন ধরাপাতের হিসাব মেলাতে।
শুধু পাওয়ার আশায়
ভালোবাসিনি এই ক্লান্ত জীবনে,
পথ ভুলে বিপথে চলে
হোঁচট খেয়ে প্রার্থনা করি মনে।
হৃদয়ের মন্দিরে, অনুভবের স্পর্শে;
ভালোবেসে সংসার বৈরাগী হই!
প্রকৃতির মায়ায় ঘুরে ঘুরে
জীবন ধরাপাতের হিসাব মিলাই।
যুগ যুগান্তর শেষে
বাংলার পথে পথে কালান্তরে,
সময়ে জমে থাকা হিসাব
আঁধারে ঢাকা এই ঘর-সংসারে।
পাবো পাবো বলে আশায়
বুক বেঁধেছি! পেয়েছি যাতনা,
বাংলার ভালোবাসা আমার অহংকার
¯্রষ্টার বিশ্বাসে আমার দেশপ্রেম চেতনা।
পরচর্চা পরনিন্দা আত্মঅহংকার ভুলে
ভালোবাসি মাতৃভূমিকে নিত্যকাজে,
হাতে হাত রেখে সহমর্মিতার সাথে
কাজ করি সময়ের মাঝে।
তুমি-আমি, আমি-তুমি
মিলেমিশে আপন কক্ষপথে,
জীবন ধরাপাতের হিসেব মিলাই
যেন কাজ-কর্ম শেষে প্রতি রাতে!