ভেবেছি গাঁথব মালা এ অবেলায়
সাজিয়ে দেব খোঁপায়
কিন্তু পায়নি তোমায়!
তোমায় ভুলে, লেগেছে আঘাত মর্মমূলে!
যাও তবে যাও! একাকি ফেলে
দেখি পারো কি না থাকতে আমায় ভুলে!
কাঁদলে তব অবশেষে
এই বসন্ত বিকেলে।
হৃদয় কাঁপিয়ে দেও না এখন
মোহ আর প্রেমের যাদুতে।
প্রথম বেলায় সারাবেলায় সোনালী মায়ায়,
ভেবেছিলাম ভালোবাসায় ভরিয়ে দেবে আমায়;
প্রভাত বেলায় হঠাৎ এসে
আমায় ভালোবেসে!
কিন্তু বিদায় ব্যথায় কেঁপে উঠি
খাইনি প্রিয়তমা এখনও রুটি।
যাচ্ছ! যাও তবে যাও!!
আমায় ভুলে! একাকি ফেলে,
ঐ দেখ পুস্প মৌ ক্ষেতে
তাকাও প্রিয়া নীলনয়নে যেতে যেতে।
সর্ষেক্ষেতে মৌমাছি উড়ে ফুলে ফুলে
কোকিল ডাকে শিমুল ডালে ডালে
ব্যথিত হৃদয় বাসনায়
চেয়ে থাকি নিশীথে জ্যোৎস্নায়
বেলা অবেলায় কালবেলায়।