দিন কেটে যায় ক্ষয়িষ্ণু মহাকালের মতো,
জীবনের রঙ মুছে গেছে যত।
যাও তবে যাও! একাকি ফেলে
অমাবশ্যার কৃষ্ণপক্ষ এসে ভর করে এ বুকে!
দিন যায় রাত আসে ; আমি মরি ধুকে ধুকে।
মায়াজালের মমতা ছিঁড়ে কড়া নাড়ে কষ্টের দুয়ারে
পত্রশূন্য বৃক্ষে যৌবনের মাতামাতি
তবু এ বুক ভরা আঁধারে।
কোথা গেলে চলে নীরব গোপন তাপসিনী!
শতচুমু দিলে নাকো সিক্ত আঁখিপাতে,
অজানা ব্যথা বাজে সিক্ত আঁখিজলে!
যাও তবে যাও প্রিয়তমা একাকী ফেলে!
তৃষ্ণাদগ্ধ প্রাণে আজ মরীচিকার ছায়া
বেদনার রস আঁখি বেয়ে পড়ে। এ কি মায়া!
বিরহের ক্রন্দন ধবনি বাজে
সঙ্গোপনে মালা গাঁথি, আপন মনে; সন্ধ্যা সাজে
ছলনাময়ী মায়াবিনী এ বুক য়ে গেলো পুড়ে
কি বললে! “পূঁজা দিবে মোরে, শান্তির নীড়ে।”
কি ফুল দেব তোমায়
এ বিদায় বেলায়!
অশ্রুসিক্ত নয়নে, ব্যথা করে মোর
স্বার্থপর লোভ আর লালসায় চারিদিকে দেখি ঘোর,
যাও তবে যাও! আমাকে একাকি ফেলে!