আত্মপরিচিতিতে বাঙালি আমরা
সুজলা সুফলা সবুজে ঘেরা,
নদীবিধৌত পলিতে গড়া দ্বীপে বাস
হাজার বছরের গর্বিত গৌরব ইতিহাস।
ভিন্ন জাতি গোষ্টির সাথে বসবাস কালে-কালান্তরে,
বাঙালি জনগোষ্টি আবহমান কাল ধরে।
প্রাগৈতিহাসিক যুগের আদিম অধিবাসী আমরা,
উত্তরাধিকারের আত্মপরিচিতিতে বাঙালি জাতিতে সেরা।
প্রত্নপ্রস্তর, নব্যপ্রস্তর কিংবা তাম্যযুগে,
এই বঙ্গে মানুষের বসতি যুগে যুগে।
কোল, শবর, পুলিন্দ, হাড়ি নামক জাতি
আর ড়োম চণ্ডালই ছিল আদি বসতি।
যুগ, কাল, শতাব্দী চলে সময় ধরে
আর্যরা আসে বঙ্গের পরে।
আর্য আর আদি জাতির সংমিশ্রণে
বাঙালি জাতির উৎপত্তি সেইক্ষণে,
এই আর্যীকরণ আর মিশ্রণ চলে
খ্রীষ্টীয় প্রথম সহস্রব্দব্যাপী কৌশলে।
বঙ্গদেশে সেই থেকে বঙ্গজাতির আবাস
কৃষিকাজ, মৃৎশিল্প বঙ্গজাতির গৌরব সভ্যতার ইতিহাস।
কর্ণাটক আর মগধাঞ্চল থেকে বহিরাগতের অনুপ্রবেশ
’সংঘাতে-বর্জনে-সমন্ময়ে’ গঠিত বঙের এ জাতি দেশ।
সহস্রব্দব্যাপীর মিশ্রণে গঠিত পললভূমির শংকর জাতি,
বঙ্গ দেশাঞ্চালের বাংলা ভাষিরাই বাঙালি জাতি।
বৈচিত্রমণ্ডিত জীবনযাত্রা আর প্রাকৃতিক সম্পদ এ জনপদের
বিশ্ব জুড়ে সুনাম ছিল রূপের দেশ এ বঙ্গের।