জাতীয়তা ভিন্ন
                   এম. মাহবুব মুকুল

অনাহারে ঘুমহারা দেশে দেশে কত !
সীমান্ত চিহ্নের বিভেদে শাসকেরা যত,
      লোভ আর লালসায় মগ্ন
দেশ-জাতির বিবেক আজ ভগ্ন।
             দেহ-মন-অনুভবে
এসবই তো শাসকের স্বভাবে।
বিভেদের বেড়াজালে জাতীয়তা ভিন্ন !
অনাহারে থেকে থেকে মৃত্যু আসন্ন।
              তবু দেখ শাসকের হানাহানি,
স্বাধীন দেশে বাঁচার মতো বাঁচতে পারিনি !
             রক্তের বন্যা রাজপথে
গোলটেবিল বৈঠাক বসে সীমান্তে।
        ছায়ালোকে আজ হানাদার,
স্বাধীনতার পদতলে ওরাই সর্দার।
     চেতনাদীপ্ত মানুষ আজ ধর্ষিত ,
দালালের খপ্পরে স্বাধীনতা অদৃশ্য !
     দেশ-জাতি-রাষ্ট্রের পরিচয় ছিন্ন,
বিভেদের বেড়াজালে জাতীয়তা ভিন্ন।