আজ ০৬ই ডিসেম্বর, ঐতিহাসিক যশোর মুক্ত দিবস;
রণাঙ্গনের যুদ্ধ শেষে বিজয়ের প্রথম গৌরব উৎসব।
প্রথম শত্রু মুক্ত শহর, আমাদের যশোর শহর;
পতাকা উড়িয়ে আনন্দের মিছিল বিজয়ের বহর।
আজ ০৬ই ডিসেম্বর, পরাধীন থেকে যশোর মুক্ত দিবস;
গর্বিত বাংলাদেশ। দেশ প্রেমিক জনতা সাবাস।
জেগেছিল জনতা তাই জেগেছিল বাংলাদেশ,
রুখে দিয়েছিল সব ষড়যন্ত্রের জাল, বিজয় বেশ।
গুজব রটিয়ে হত্যা চালিয়েছিল এদেশে,
শান্তিকামী জনতার উপর গুলি চালিয়েছিল নির্বিশেষে।
যশোর থেকে শত্রু মুক্ত শুরু, একে একে সারা দেশ,
১৬ই ডিসেম্বর পরাধীন থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশ।