অন্তরালে মিশে গেছে বিষ! জর্জরিত বিষে,
অভিমান আর উপেক্ষার অবকাশে
দূরত্বের ব্যবধানে জীবন বিব্রত
ক্ষত চিহ্নের স্মৃতিঘেরা হৃদয়ে ব্রত।
জানি, বহুদিন কেটে গেছে প্রাণের নিভৃত
গোপন প্রেমের বিষে!
শিউলি-বকুল-মাধবি লতায় গেঁথেছি মালা
বকুনি খেয়েছি তবু সাঁজিয়েছি ফুলের ডালা।
গ্লানিময় মুহূর্তের অহনিশে,
প্রাণের ফোয়ারা আজ জর্জরিত বিষে!
মলিন ধুলি পথে হেঁটেছি অবলীলায়,
ভূবন চূড়ার ফিরোজা সন্ধ্যায়।
ঝর্ণার কল্লোল গ্রীষ্মের অভিসম্পাতে,
গোপন প্রেমের অন্তরালে।
মুসাফির চলে জাতীয় ভূমিতে
ঘুম ভাঙ্গে আততীয় শীলার আঘাতে,
তীক্ষ্ন নজর তবু ভুলে গেছে অতীত উপহার!
জর্জরিত বিষে আমি একাকার।
অনাবৃষ্টির সৃষ্টিতে গেয়েছি কতো গান
প্রেমের প্রাচুর্যের লালিত ব্যথার এ বাগান।
ফুল ফোঁটে সব নীলকণ্ঠ!
মৌমাছি প্রজাপতি আসে মন্ত্রমুগ্ধ গানে।
অগ্নিময়ী অতীতের স্মৃতি তলে,
আছি সেই অতৃপ্ত আর ভারাক্রান্ত নয়ন জলে!
সংশয়-অভিমান উপেক্ষার অবকাশে ভাসে
অমৃতটুকু নিয়ে গেছো। আমি জর্জরিত বিষে!
আশ্চার্য! ভাগ নিয়ে সংঘাত
ছলে-বলে-কৌশলে
ধুঁধুঁ আদিগন্ত যেন প্রতিরাত
স্বপ্ন বিলাশ শেষ বিকেলের মাধুবিতলায় ,
তেপান্তরে হাঁটি নিত্য অনুশোচনায়।
সমুদ্র অবধি আকাশ সীমানায়
ক্রমন্বয়ে আপদমস্তক ওষ্ঠগত প্রাণ
পাহাড়-সমতলে মতিচ্ছন্নতার আবেশে,
অন্তরালে মিশে গেছে বিষ! জানিনা কার দোষে!