আমাদের কবে হবে হুশ!
             দায়িত্বশীল ব্যক্তিরা সব বেহুশ।
কেউ যেন কিছুর দায় নিতে চায় না,
              কে কি করছে কেউ জানে না!
না জনগণ, না প্রশাসন;
           দায়িত্ব সাবার তবে, চলে প্রহসন।
দায়িত্বজ্ঞানহীন কাজে অতিলোভে থাকি অধীর,
        সীমাহীন উচ্ছৃঙ্খলে জনজীবন স্থবির।
উন্নয়ণের মহাপরিকলাপনার আনন্দ-উল্লাসে,
      আখের গোছাতে ব্যস্ত অবিচল বিশ্বাসে।
চুক্তি আর অসঙ্গতি কাজের
                        অপরিকল্পিত নগরায়ণ,
ভূমিখোর নদী দখলে প্রকৃতির
                             এ বিরূপ আচরণ।
বাড়িয়ে তুলছে আমাদের দুর্ভোগ,
   লাভের লোভে জনজীবনে বাড়ছে দুর্ভোগ।
     (রচনাকাল: ২১ ফেব্রুয়ারি ২০১৯)