চোখের মায়ায় আলোর শরীরে মায়াবী পর্দা,
স্বপ্ন আলোর উজ্জ্বল ভূবনে উড়ে সেথা।
বুকের জমিনে অনুভূতি আনে,
রাহুগ্রাস করে কাননে।
অদৃশ্য নিঃশ্বাসে নিশিঘুমে পথ হারাই,
বুকের জমিনে বৃষ্টিন ঝরে অঝর ধারায়।
ধ্যান গম্ভীর চিন্তা নিশিতে প্রেমানুরাগ,
ক্ষয়ে যাওয়া দৃষ্টিতে দাগ।
রাতের নিয়ন কিংবা এলিডি আলোয় গোপনে,
লুকায়িত কাাঁন্না নীল সন্ধ্যায় বুকের জমিনে।
অনুভবের মায়ার আলো তারই প্রেমানলে,
জোনাকির আলোয় পথিক পথ ভোলে।
অচেনা মেঘের বজ্রপাতে দোলে অজানা ভবিষ্যৎ,
তারই মাঝে পথ খুঁজে পায় সোনালী প্রভাত।
মহাকালের নৈসর্গিক চুম্বনের দহনে,
মৌনতা ভর করে বুকের জমিনে।
(০২ জুন ২০১৮)