স্মৃতিকে নিঃস্ব করে দিয়ে চলে যায় জলতরঙ্গ
মনের খাতায় কিংবা জীবন পাতায়।
বেড়ে ওঠে দুঃখ; বেদনা জাগায়!
ঘণীভূত হয় হাহাকার;
দুঃখসহ স্মৃতিতে ভীড় করে মেঘ
তারপর জলতরঙ্গের ঢেউ-এ ভাসিয়ে দেয়,
দরজায় কড়া নাড়ে বিষাদের মেঘ
মনকে বিক্ষিপ্ত করে তোলে,
থমকে দেয় চলার গতি।
ভাবনা এসে ভীড় করে নিগুঢ় তন্ত্রীতে!
দৃশ্যমান কুয়াশায় দেখি প্রিয়কষ্টের ছায়া।
আবেগী প্রফুল্লতায় ঘণীভূত হয় মেঘ
জলতরঙ্গের ঢেউ।
বর্ষিত হয় শ্রাবণ ধারা,
আলিঙ্গন করে অবচেতন মনের বেদনা।
বেরিয়ে আসতে পারি না নীরবতার বেড়াজাল ভেঙ্গে
অনুভবের নীরব কাঁন্না
জলতরঙ্গের ঢেউ।