জীবনের জলছবি জ্যোৎস্নার আলোয়
দেখে রূপালী পর্দায়,
স্মৃতি ভেজা বন্ধকী ভালোবাসার বিবর্ণ সময়
আহ! কাজের সখ্যতা ঘরময়।
কৃষ্ণপক্ষের কালোরাতে মারে কলঙ্কের ছোবল
মুছে ফ্যালে সুখের করতল,
ভোরের সূর্য সজীব প্রাণে জলছবি আঁকে
সৃষ্টি সুখের বাকে বাকে।
রূপের শিহরণ জাগে আপন মোহবিষ্ঠে
ঘাত-প্রতিঘাত থাকে অদৃষ্টে।
হৃদয়ে স্বপ্নবোনে বেলা-অবেলায় জলছবিতে
কষ্টের জীবন সংসার যায় প্রহর গুনিতে,
স্বপ্নজাগে প্রেমানুরাগে আত্মভোলা প্রণয়ে
সৃষ্টি উচ্ছ্বাস নিয়ে।
গোধুলির রক্তিম আভায় সম্মুখ যাত্রায়
চলি আগমণী বার্তায়।
নতুন প্রভাতে জেগে উঠি রূপের মোহনায়
স্বদেশের জলছবি আঁকি চেতনায়,
নিরব অনুভূতির কথনে হৃদয় জমিনে মিলে
জলছবি এঁকে সহসা উঠি দুলে।
স্বপ্নের পথচলা জীবনের জলছবি স্বদেশী আলোয়
মায়ার বন্ধন সবকিছু ভুলোয়।
(১০ নভেম্বর ২০১৮)