জগৎ জাগিল
              প্রভাত হইল,
  ফুটিল অজস্র ফুল
   মুছিয়া ফেলো সব ভুল।
ছুটিল সবাই আপন কর্মে
থেকো না বসে লাজ শরমে।
  ঐ দেখো কলরব,
              উড়িল পাখিসব।
ফুল বাগানে ছেলে মেয়ে,
আনন্দে মাতোয়ারা নেচে গেয়ে।
                                          



   (০৮জুলাই২০০৯)