বিষণ্নতার ঘ্রাণে বিস্ফোরিত অশ্রুবিন্দু,
গন্তব্যের আড়ালে হাহাকার মানবতার সিন্ধু।
অবারিত মাঠে দৃষ্টিশক্তির সন্তপ্ত অর্চনা!
স্বপ্ন দ্যাখে স্বতন্ত্র ধূসর আলোর প্রার্থনা।
সমাজের কণ্ঠস্বর বাকরুদ্ধ মলিন!
রক্তাক্ত মানবজমিন।
শূন্যতার আড়ালে অনন্ত অপসৃয়মান,
অসমাপ্ত বিপ্লবীতে বিস্ফোণের ঘ্রাণ।
ধ্বংসে মুহ্যমান অলৌকিক শরীরবৃক্ষ-লতা
অদৃশ্য উত্তাপে হাহাকার মানবতা!
মোহমুগ্ধ উচ্চবৃত্তের মায়াবী অপ্সরী,
মুখোশ পরা সমাজের ধর্মপিতা তারই।
সোনালী স্বপ্ন দেখিয়ে বাকরুদ্ধ সততা!
অদৃশ্যের মোহে হাহাকার মানবতা।
মুক্তমঞ্চে আলোচনায় পায় কি প্রাণ!
মানবিক রহস্য উন্মোচনে অদৃশ্য ঘ্রাণ।
জীর্ণ ধুলি পথে জীবনের দূরত্ব যোগসূত্র,
উত্তপ্ত পীচ ঢালা রাজপথে ঐ বিস্ফোরিত।
ভক্তি ভরে খোঁজে মানবিক প্রাণ,
মূল্যবোধ! সেতো অদৃশ্য ঘ্রাণ।
( ২০ জানুয়ারি ২০১১)