অন্তর্চোখ খোল আপন কাজে সবাই মুক্তমঞ্চের মতো
জ্ঞানের আলো জ্বালাও জীবন চলার পথে ইচ্ছা মতো।
তোমরা বিবেকবান, সৃজনশীল, বুদ্ধিমান বা বুদ্ধিমতি;
পরমতসহিষ্ণুতা, শ্রোদ্ধাবোধই যেন হয় সম্মুখে চলার গতি।
অন্তর্চোখ খুলতে দরকার শিক্ষার আলো, অনুসন্ধানী দৃষ্টি;
মাতৃভাষায় স্বশিক্ষিত হও, জড়িয়ে ধরো স্বজাতির কৃষ্টি।
অন্তর্চোখ খুলে কাজে লাগাও উদ্দীপনার সৃজনশীল বুদ্ধি,
নিজ সংস্কৃতির মূল্যবোধ জাতিকে নৈতিকবোধে করে সমৃদ্ধি।
(২৮ নভেম্বর ২০১৬)