পুঁজিবাদ যা দেয়ার দিচ্ছে ভক্তকে,
শোষণের সুয়োগ দিচ্ছে এলিটকে।
ওরা সুবিধাবঞ্চিত কৃষক-শ্রমিকদের কাঁদায়,
পুঁজিবাদী ব্যবস্থা সেতো মুনাফাকেই বাঁচায়।
কে মরল কে বাঁচল, তা নিয়ে নেই কোন মাথাব্যথা,
পুঁজি বাড়লে মুনাফা বাড়বে। চিন্তা কিসের অযথা।
আয় উন্নতি কি এতই বড় সোজা!
মেহনতি দুর্বলের কাঁধে চাপে ঋণের বোঝা।
অভিনব কৌশলে নতুন শোষণের বন্দোবস্ত করে দেয়,
শোষণের নির্মম চাপে মধ্যবিত্ত দিশে হারায়।
চিকিৎসা শিক্ষা খেয়ে ফেরেছে প্রাইভেট ব্যবস্থা,
মুনাফার আড়ালে শোষণ, মধ্যবিত্ত হারাচ্ছে আস্থা।
(রচনাকাল: ৩১ ডিসেম্বর ২০১৯)