অনুপ্রেরণাএকুশ আমাদের গর্ব,
বাঙালির চেতনার উৎস;
গৌরবোজ্জ্বল ইতিহাসের সাহসী
আত্মত্যাগের ঐতিহ্য।
একুশ আমাদের আবেগ উচ্ছ্বাস
চেতনার বহিঃপ্রকাশ,
বিজয়ী বীরের দীপ্ত শপথে
সম্মুখে চলার সাহস।
একুশে ফেব্রুয়ারি এক অমর
দলবব্ধ চেতনার অনুপ্রেরণা,
আগুন আর আলোর উজ্জ্বল
তপ্ত উৎসাহ সংকল্পের প্রেরণা।
আকাশ বাতাস কাঁপিয়ে
ঝাঁপিয়ে পড়ে রাজপথ রাঙিয়ে,
মহাকল্লোলে ধ্বণি তোলে
বায়ান্ন থেকে একাত্তরের বিজয়ে।
(২১ ফেব্রুয়ারি ২০১৮)