তথ্য প্রযুক্তির বিপ্লবে
আলোকিত করছে আমাদের অন্দরমহল,
গণতন্ত্রকে করেছে ক্ষমতায়ন
জবাবদিহিতার আইনের শাসন জবরদখল।
জনগণের মগজ ধোলাই করছে
তথ্য প্রযুক্তির বিশ্বয়ানে,
আত্মসমালোচনার নৈতিক শিক্ষার অভাবে
অলস কর্মহীন বসে
বাকসর্বস্ব সমালোচনা শোনে।
কোমলমতি শিশুরা আসক্ত ফেসবুকে
পড়াবাদে রাতজেগে ধুকছে প্রযুক্তির অসুখে।
(২৬ মে ২০১৮)