দুর্যোগের এই দুর্দিনে
কে দিবে আজ পথের দিশা!
সাম্প্রদায়িক সহিংসতায়
দেশজুড়ে তাই অন্ধকারের অমানিশা।
দেশপ্রেমি জনগণ, মুক্তচিন্তার সুশীল সমাজ
এক হও আজ দেশের তরে;
দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাও
আর প্রতিরোধ গড়ো ঘরে ঘরে।
ভিন্ন মত আর ভিন্ন ধর্ম থাকবে সবই
যুগে যুগে, কিন্তু মাতৃভূমির দুর্দিনে;
সব মতাদর্শ বিভেদ ভুলে, দেশপ্রেমে
এক হও জাতির এই ক্রান্তি ক্ষণে।
ভাবছ বসে, করবে ওরা, সুযোগ বুঝে
ফলটা নেবো সবাই মিলে!
কাপুরুষের মতো না থেকে এগিয়ে যাও
দেশপ্রেমি জনতার মিছিলে।
(১৬ ডিসেম্বর ২০১৩)