এসো সবাই নিশান উড়িয়ে
শান্তির অহিংশ পথে,
বিভেদ ভুলে সম্প্রীতিতে চলি
মানবতার রথে।
এসো নতুন বছরে, নব জাগরণ
জাগাাই সবার বুকে;
বাংলাদেশকে গড়ি, সবাই মিলে
সকল ভুল-ভ্রান্তি রুখে।
ঘোর দুর্দিনে প্রাসাদে ষড়যন্ত্রের
নীলনকশা আঁকে,
উপরি আয়ের পরিকল্পনা ফাইলের
বাঁকে বাঁকে।
এসো লোভ ভুলে, মানবতার পথে
মিলেমিশে চলি;
মিলনের মহাউৎসবে সাম্যের
ভবানায় উঠি দুলি।
নতুন ধানের ম ম গন্ধে ভরেছে
বাংলার মাঠ উঠান,
সম্প্রীতির মেলাবন্ধনে মানবতার পথে
থাকে হৃদয়ের টান।
নববর্ষে নবান্নের উৎসবে
এসো সবাই উঠি দুলে,
প্রকৃতি দোলে কোকিলের গানে,
বুনো রঙিন ফুলে।
রৌদ্র দুপুরে ছুটে আসি
অসহায় শিশুর সান্ত¦নায়,
মানবতায় বন্যা দুর্গত অসহায় প্রাণির
পাশে দাঁড়াই।
অহিংসা মনে, লোভ ভুলে,
শান্তির মানবতার পথে চলি;
বাংলা মায়ের সন্তান হয়ে
সকল ভেদাভেদ ভুলি।
(২০ এপ্রিল ২০১৩)