মেঘের সাথে লুকোচুরি খেলা
মৃদু হাওয়ায় পথ চলা,
উত্তরী মেঘ অবিরত ছুটে চলা
মেঠো পথ ছেড়ে রাজপথে একলা।
রঙ্গিন স্বপ্ন বাস্তবে এসে চোরাবালির ফাঁদে,
চৈত্রের খরতাপ, কালবৈশাখী ঝড়ে কাঁদে।
ভঙ্গুর! আশাহত! ক্ষত-বিক্ষত
চূর্ণ-বিচূর্ণ রঙ্গিন স্বপ্ন যত।
স্বপ্নের ডানা মেলে উড়ে চলা পাখি,
বাস্তবে সংসারের ঘানিটানা উটপাখি।
ছুটে চলা মেঘের সাথে তাই,
শহুরে জীবনে কোন সাক্ষাত নাই।
তপ্ত হাওয়ার পীচ ঢালা পথে,
সারাদিন ছুটে চলি আপন কর্মরথে।
খুঁজে যাই স্বপ্ন গান, কবিতা ছন্দে
ছুটে চলা পথের সত্য-সুন্দর আনন্দে।
(২৯ এপ্রিল ২০১২)