ফাগুনের আকাশে এলো চুল ওড়ে
           ঝরাপাতার সাথে
                    কঁচিপাতার ফাঁকে ফাঁকে।
চেয়ে থাকি অপর মুগ্ধতায়।
             রিক্ত বসন্ত সৌন্ধর্যের আড়ালে,
আম, কাঁঠাল, খেজুর বনে মৌমাছি ওড়ে।
        ভুলে থাকি বসন্ত নিঃসর্গ মুগ্ধতায়।

ঝরাপাতা কাঁপে বুকের অন্তরীক্ষে,
কোকিল, ঘুঘু ডাকে ঋতুরাজের শুদ্ধতা আনে,
         বউ কথা কও, দোয়েল, কাঠবিড়ালী
প্রকৃতির মনে
     ফুল-ফল পাখি ঋতুরাজ জাগে যৌবনে।

আমের মুকুলের গন্ধে
                      পাতার মর্মর শব্দে
প্রেমিক প্রেমিকা নীরবতা ভাঙ্গে।
                  হাতে নেয় ভালোবাসার ফুল
ছুড়ে ফেলে সব ভুল।
         বুকের গভীরে টেনে নেয়
             বসন্তের সোনালী আলোয় জাগায়।
                  ( ০৩ মার্চ ২০১২)