শৈত্য প্রবাহে কৃষক-গাছি টাটকা রস পায়,
পাটালি গুড়ের মৌ মৌ গন্ধে ভরে গ্রামময়।
ফসলের মাঠে কুয়াশায় মসুর-সরিষা ক্ষেতে
জাবপোকা জাপটে ধরে শৈত্য প্রবাহে।
সূর্যের আলো ঘর থেকে বেরিয়ে
ছায়ার পিছে ছোটে প্রকৃতি আঁধারে ঢাকে,
সূর্য দিগন্তে তলায়, নিঃশব্দে চলে যায়;
শুভ্র কুয়াশায় ঢেকে জাপটে ধরে মাঠময়।
গ্রাম-বাংলায় পিঠা উৎসব চলে,
নারিকেল খেজুর গুড়ের পাটালিতে
রসে ভেজা চিতাই পিঠা।
আহ্ কি মজা! অপূর্ব স্বাদ
ভোরের রোদে বসে
রসে ভেজা চিতাই পিঠা খাওয়া।
মধ্য শীতের শৈত্য প্রবাহে
শীত তার ফিরে পায় যৌবনকাল।
সবাইকে বুঝিয়ে দেয়
প্রকৃতির উপর তার নিয়ন্ত্রণ।
গ্রাম বাংলায় এরই মাঝে চলে
যাত্রাপালা, লোকজ উৎসব, ধর্মসবা, মেলা
পিঠা পর্বনে উৎসবে বাঙালির গ্রামীন খেলা।
(২৫ জানুয়ারি ২০১২)