সূর্যের আলো পড়ছে জানালা দিয়ে,
ঘরময় সোনালী আভায় পূর্ণ
জানালার পাশের ফুল গাছটি
বাতাসে দুলছে আর ফুল ঝরছে।
এই মধ্যশীতে সোনারোদ খুবই মিঠে,
এর মধ্যে সূর্যের আলো
জানালা দিয়ে বের হচ্ছে,
আর সূর্য পশ্চিম দিকে দৌড়াচ্ছে।
এখন শৈত্য প্রবাহের দিন,
শীতের যৌবন। হেমন্ত তাই নির্বাসনে,
অপেক্ষা শুধু বসন্তের।
মধ্যশীতে প্রতি বছরই
শৈত্য প্রবাহ চলে বেশ কয়েক দিন।
তখন সূর্যের আর দেখা যায় না,
কবুতর, শালিক, ঘুঘু , চড়ুই
বৈদ্যুতিক তারে বসে, উষ্ণ রোদের আশায়।
খেজুর মেহগনি আম কাঁঠাল গাছ থেকে
শুভ্র কুয়াশার বৃষ্টি ঝরে।
কৃষক এই শৈত্য প্রবাহের মাঝে
খালি পায়ে লাঙ্গল-গরু নিয়ে মাঠে চলে।
শিশির ভেজা ঠাণ্ডা কাদা পায়ে!
সরিষা মশুর ফুলের মমতা জড়ায়
শিশির ভেজা কাদা পায়।
শীতল কুয়াশা বাতাসে
প্রজাপতি মৌমাছি ভীড় করে খেজুর রসে।