সবুজ গাঁয়ের নির্জন পথে
                  আদুল গায়ে হেঁটে যায়,
দু’চোখ ভরে মুগ্ধ নয়নে
              অপলক দৃষ্টিতে চেয়ে রয়।
চিত্রকল্পে আঁকে অনুভূতি
               মুঠোফোনে নাগরিক ঘ্রাণ,
ভালোবাসাহীন যান্ত্রিক রাতে
           মধ্যনগরে লালসার স্লোগান।
জাতহীন নগরের ধুলোবালি
                 যান্ত্রিক যানে তব মলিন,
ঠোঁট আর বৃত্তবন্দি কৃঞ্চ সোহাগে
    গাঁয়ের মেয়েটি থাকে আপদ কালিন।
মাদল পায়ে হাঁটে না এখন
           নাগরিক ভালোবাসায় বিসর্জন,
প্রত্যাহিক কর্মযজ্ঞে তার
         সহযাত্রি হারিয়ে আজ পরিবহন।
সবুজ গাঁয়ের মেয়েটি নৈঃশব্দে
        হাঁটে মুটোফোন হাতে মধ্যনগরে,
পোষাকি পণ্যে রং রূপ গন্ধে
বিবর্ণ বিকেল শেষে রাতের জলসাঘরে।
(০২ জানুয়ারি ২০১২)