জাতির অন্তরে
প্রতি ঘরে ঘরে
জেগে থাকে জাতির শ্রেষ্ঠ সন্তান।
মুক্ত বাতাসে
পরম সুবাসে
ঘুমিয়ে আছে সে মহাপ্রাণ।
দেশজোড়া খ্যাতি
ছড়িয়েছে জ্যোতি
স্বমহিমায় সারা বাংলায়।
ঘাতকের গুলি
সহসা উঠল দুলি
বেদনায় চিন চিন করে বুক।
পতাকার মাঝে
স্বাধীনতার কাজে
কোটি জনতা উৎসুক।
নন্দিত একজনা
জানে প্রতি ধুলিকণা
জয় বাংলার স্লোগানে ধন্য এ জাতি
বঙ্গের সেরা
মমতায় ঘেরা
বাংলাকে দিয়েছে জগতজোড়া খ্যাতি।
ঊষর আলোর নীড়ে
জনতার ভীড়ে
চির অম্লান বাঙালির হৃদয় জুড়ে।
(২৬ আগস্ট ২০১৮, রবিবার)