বাংলার মাঠে আর এই বটের ছায়ায়,
           স্বপ্ন দেখেছে বাংলার মানুষ মমতায়।
শিশির ভেজা নৌকার পালে
                        স্বপ্ন বাস্তবে এনেছে প্রাণে,
বাংলার শ্যামা-দোয়েল-শালিকের গানে।
      বাংলার সোনালী ধানের নবান্নের উৎসবে,
গোধুলির সোনালী আলোর মাঝে
        হেমন্তের পড়ন্ত বিকেলের ভাঁজে ভাঁজে।
এই বাংলার মাঠের রন্দ্রে রন্দ্রে,
              সরিষা-মসুর ফুলের মৌ মৌ গন্ধে
শীত কুয়াশা মেশানো বিকেলে
                  মৌমাছির গুঞ্জনে হৃদয় দোলে।
সোনালী স্বপ্ন বাংলার মাঠে হাসে,
               শিশির ভেজা খেজুরের মিষ্টি রসে।
আম-কাঁঠালের ডালে, নদীর ধারে ,
            শীতে নতুন পাখির আনাগোনা করে।
ঘরের চালে দোয়েলের লেজ নাড়ে,
                     আম বাগানের ধূসর বাতাসে
পাতাঝরে ভোরের বাতাসে।
              এই বাংলার মাঠে মাঠে আমি তাই
মনের আনন্দে হৃদয় খুলে ঘুরে বেড়াই।
           বাংলার সবুজ মাঠে মাঠে , পল্লী গাঁয়ে
নিরবে পা ধুই শিশির ভেজা ঘাসে,
     আমার গাঁয়ের তেমাথার মোড়ে বটের ছায়ে,
রাখাল-পথিক যেন আপন আলয়ে বসে।
মন ভরে দ্যাখে বাংলার রূপ
       হলুদ শাড়িতে মোড়ানো শস্যক্ষেত অপরূপ।