আমি যে দিকে যাই হাঁপিয়ে উঠি
বুকের উত্তাপে,
কোথাও আলোর কমতি নেই
কিন্তু ভাটির টানে সব ফেলে,
সারারাত ধরে আঁধার তাড়াতে
বাতি জ্বেলে বসে থাকি।
একবুক আশা, ভরসা আর হৃদয় ভরে,
আলোর ঝলকানিতে ভালোবাসা নিয়ে থাকি।
বিজলীতে মেতে ওঠে জগৎ
বুকের উত্তপ্ত নিঃশ্বাসে।
দিগন্তের দিকে ছুটেচলি দূরপাল্লার যানে,
স্মৃতির মায়াটানে আবেশে।
ঘুম ঘুম চোখে, সম্মুখে এগিয়ে
আপন গন্তব্যে ঘুরি।
বিষণ্ন রাতে সীমানা পেরিয়ে
বুকের উত্তাপে আলিঙ্গন করি!
ক্লান্ত হৃদয়ে ঝরাপাতা খুঁজি
আঁধার রাতের আলিঙ্গনে।
(১৫ এপ্রিল ২০১২)