স্বার্থের বৈরী হাওয়ায় দোলে দোলক,
স্থির বৃত্তের মানব মনের গতিতে।
ধুপ ছায়ায় বিষবাষ্প ওড়ে
জীবন বহতার সমাজ গুলোতে।
নিষ্ঠুর নিয়মে আকণ্ঠ সুধাপান
দংশনে ঝাপসা থেকে ফিকে হয়।
মায়াবী দৃষ্টির স্থির বৃত্তে
আটকা পড়ে ফাঁকির ধাঁধায়!
(২৩ এপ্রিল ২০১৩)