অভিসারে নৈঃশব্দে রপ্ত করে
জমে থাকা অশ্রুর জলাধারে,
জল আর নোনা পানি মিশে
অরণ্যের পথে মোড়ে পায় দিশে।
স্বেচ্ছায় দু’হাত ঘষে
শরীর গরম করে অনতি বিলম্বে।
ক্লেদ থেকে বেরিয়ে
কাদা জল পেরিয়ে,শরীরটা মেলে ধরে
সমস্ত আকাশ জুড়ে।
জল পরিদের শুভ্র মেঘে
অভিসারে জীবন ছবি আঁকে।
(১১ ডিসেম্বর ২০১৩)