শতাব্দীর এই জীবন সৈকতে ,
               চোরাবালির ফাঁদ পরতে পরতে;
অন্তহীন দ্বীপসমুদ্রে অনিকেত আবছায়া
              মৃত্যু-প্রেম-নীড় যেন ধূসর কায়া।
আলোছায়া নির্জনতা জীবনের পথে,
         শতাব্দীর দীর্ঘ চেতনা জয়ের প্রভাতে।
নীল মরুভূমির কল্লোল আলো অন্তহীন,
            ভুলে ভরা জীবন চেতনাতে বিলীন।
বড় দুঃসময়ে ভাঙ্গন সম্পর্ক ক্রমন্বয়ে,
চৌদিকে শত্রুর কোলাহল তাই আছি ভয়ে।
আশার মাঝে দুরাশার ছবি
                 প্রভাত বেলায় দেখি না রবি।
শতাব্দীর জীবন সৈকতে সবই অচেনা দেখি,
   ভুলে ভরা জীবনের পথ চলা আজ মেকি।
আজও আছি শতাব্দীর অন্ধকার
                                গোলক ধাঁধায়!
ভুলে ভরা জীবনের এ বিপদ থেকে
                      রক্ষা করো প্রভু আমায়।
(০৩ ডিসেম¦র ২০১১)