জ্ঞান চর্চা না করলে চিন্তা আসবে কি করে!
কল্পনা থেকে চিন্তার জন্ম , জীবনবোধ তৈরি করে।
অবাস্তব কল্পনার স্বপ্ন অধরা। অধরাই থেকে যায়;
ইতিবাক কল্পনা, জীবনকে জাগিয়ে পূর্ণতা পায়।
নতুন নতুন উদ্ভাবনী চিন্তা সমাজ-রাষ্ট্রকে জাগায়,
কল্পনাকে প্রসারিত করলে ধ্যানে জ্ঞান পাওয়া যায়।
মনের গভীরে একাগ্র চিন্তায় থাকে উদ্ভাবনী শক্তি,
আত্মঅহংকার পরশ্রীকাতরে থাকে না অপরের ভক্তি।
অবচেতন মনের সকল স্বপ্ন কল্পনার চিন্তা ক্ষণস্থায়ী,
আত্মজিজ্ঞাসা সচেতন মনের কল্পনা উদ্ভাবণী চিরস্থায়ী।
যৌবনের কল্পনা শক্তি অফুরন্ত প্রাণ শক্তির ভাণ্ডার,
জীবনকে চিন্তা কল্পনার গতিশীল করে প্রত্যাশার।
দূর্বার গতিতে দৃঢ় সংকল্পে পুরাতনকে করে সংস্কার,
স্বাধীন জ্ঞানচর্চা সৃজনশীল কল্পনা মুক্তচিন্তার ভাণ্ডার।
(রচনাকাল: ১০ অক্টোবর ২০১৯)