ধোড়িবাজ শুড়িবাজ
একই লাইনে সবাই আজ,
আমলা কি শিক্ষাবিদ
বুদ্ধিজীবি আর রাজনীতিবিদ।
যে, যেখানে পারছে
রাষ্ট্রযন্ত্রে কাটছে সিঁদ।
ঢাক-ঢোল পিটিয়ে
বিষক্ত রঙ মিশিয়ে
বিশ্লেষণ বিশ্লেষণে ভরিয়ে
নামি-দামি লোকদের দিয়ে
মনোমুগ্ধ বাহারি বিজ্ঞাপন
দেশ-জাতি দেখে রঙিন স্বপন।
লোক ঠকানোর অনৈতিক কাজ
আজব ধান্দাবাজ,
তুমি ঠকাও আমি ঠকাই
শেষে আমরা সবাই ঠকি,
নিজে ভেজাল দিয়ে অন্যের হোটেলে যাই
সে তো আমার মতো নাকি!
ঘুস দুর্নীতি প্রকাশ্যে চলে
আজব কথার কৌশলে।
ওরা বলে কিছু দিলে কিছু পাবে
আজব ধান্দাবাজ সবে।
যতই বলে অনৈতিক কাজ
তবু অনৈতিক কাজে নেই করো লাজ।
(রচনাকাল: ২০ মে ২০১৯)