লুটের সম্পদে পাহাড় গড়ছো,
আর যা পাচ্ছো, তাই চেটেপুটে খাচ্ছো;
চারিদিকে চামচামি আর তোষামোদের শেষ নেই
অবৈধ সম্পদের ভাগ কেউ নেবে না,
কষ্মিন কালেই।
চাকরিতে অবৈধ অনৈতিক কাজ করে
এখন ধরেছো তসবিহ,
অবৈধ সম্পদের হজ কিংবা তীর্থযাত্রা
বৃথা শ্রম সবাই।